স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ইফতার মাহফিলে স্থানীয় মন্ত্রী, এমপি, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক দলের নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ডাক্তারসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও পুলিশের বিভিন্ন পর্যায়ে সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বরকতুল্লার সঞ্চালনায় ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিরোধীদলীয় হুইফ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ মৌলভীবাজার মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, সাবেক সংসদ সদস্য অ্যাড. শামছুন্নাহার শাহানা রাব্বানী, জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শিকদার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শফিউল আলম, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. চান মিয়া, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম ও খতিব গোলাম কিবরিয়া।