স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ শাখার উদ্যোগে ১১ রমজান শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ডাক্তারবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফাতরপূর্ব আলোচনা ও দোয়ায় দেশ ও মানুষের কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়।
বিএমএ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসক সমাজের কাছে অনেক ভালো কিছু প্রত্যাশা করেন। তিনি চিকিৎসকদের মর্যাদা, সম্মানসহ সার্বিকভাবে উন্নতির জন্য কাজ করছেন। তার প্রত্যাশা ডাক্তাররা আন্তরিকভাবে দেশের সাধারণ মানুষদের সেবা দিবেন। তাই ডাক্তারদের নিষ্টা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে নির্মোহভাবে সেবা দিতে হবে। কোন অপপ্রচারকারীদের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে নিজের কাজ দায়িত্ব নিয়ে করার আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাদের বখত, প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট আফতাব উদ্দিন, এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, ডা. মনোয়ার আলী, অবসরপ্রাপ্ত ব্যাংকার গোলাম কিবরিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. চান মিয়া, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, ডা. আব্দুন নূর, ডা. মোজাফ্ফর আহমদ, ডা. সালেহ আহমদ আলমগীর, ডা. মালেকা বাহার লাইলী, ডা. রফি আহমদ, ডা. বিশ্বজিৎ গোলদার, এডভোকেট সালেহ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, ডা. জসিম উদ্দিন, ডা. এনামুল হক খান, ডা. রফিকুল ইসলাম, ডা. জয়ন্ত কুমার রায়, ডা. এনায়েত হোসেন, ডা. গৌতম তালুকদার, ডা. আলী নূর, ডা. অতুন ভট্টাচার্য্য, ডা. বাদল বর্মণ, ডা. মনিস্বর দাস, ডা. নাসির উদ্দিন, ডা. সৈকত দাস প্রমুখ।