স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ উপজেলা পরিষদের স্থগিত নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশন জামালগঞ্জসহ স্থগিত উপজেলাগুলোর নির্বাচনের তারিখ ঘোষণা করে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে। এ দিকে এ ঘোষণায় জামালগঞ্জের প্রার্থীরা আবার নড়েচড়ে বসেছেন। আগামী ১৮ জুন জামালগঞ্জের স্থগিত উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য গত ১০ মার্চ জামালগঞ্জে প্রথম দফা নির্বাচন হওয়ার কথা ছিল। নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এমন আশঙ্কার কথা জানিয়ে নির্বাচন কমিশন দুইদিন আগে নির্বাচন স্থগিত করেছিল। এতে হতাশ হয়েছিলেন প্রার্থী, সমর্থক ও ভোটাররা। দ্রুত নির্বাচনের দাবিতে তারা স্মারকলিপি, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছিলেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান বুধবার সকালে স্থগিত উপজেলা গুলোর নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেন।