স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নারায়তলা মিশন উচ্চ বিদ্যালয়ের এলামনাই এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিলেটে অবস্থানরত বিভিন্ন কর্মজীবী ব্যাক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীদের নিয়ে আজ চৌহাট্টা লাংথুরাই চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে অংশ্রগ্রহণ করে অনেকেই দীর্ঘদিন পরে পুরনো বন্ধু বান্ধব ও সর্তীর্থদের সঙ্গে আড্ডা দিয়েছেন। এমন উদ্যোগের প্রশংসাও করেছেন তারা। আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বানাও জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মিড-লেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ডা প্রশান্ত সরকার। তিনি তাঁর বক্তব্যে দেশ ও জাতি গঠনে এই সংগঠন বিশেষ করে সুনামগঞ্জের পিছিয়ে পরা উত্তর সুরমাবাসীর পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য বিরাট ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি বাহা উদ্দিন খন্দকার। মূল বক্তব্য প্রদান করেন এলামনাই এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ডা. এম. নূরুল ইসলাম। বিশেষ বক্তব্য রাখেন রুপালী ব্যাংকের সিনিয়র প্রিনশীপাল অফিসার সৈয়দ আব্দুল মতিন, সিলেট এমসি কলেজের ইংরেজি প্রভাষক জোছনা বেগম, ৩৯ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারীশপ্রাপ্ত ডা. ফারজানা শারমীন, গ্রামীণ ব্যাংক কর্মকর্তা তোফাজ্জ্ল হোসেন ও নূরুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংগাঠনিক সম্পাদক ঢাকা দক্ষিণ বহুমুখী কলেজের সহকারী অধ্যাপক শহিদূল ইসলাম ও সহ সাধারন সম্পাদক সেলিম আহমেদ।
উপস্থিত ছিলেন সিলেটে অবস্থানরত প্রায় শতাধিক এলামনাই সদস্য। পরিবার পরিজন, শিশু, বন্ধু-বান্ধব, জুনিয়র-সিনিয়র সবাই মিলে অনেকদিন পর ইফতারের মাধ্যমে একত্রিত হয়ে আনন্দ উপভোগ করেন সবাই।