স্টাফ রিপোর্টার :
সদ্য ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। শুক্রবার বিকেলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ শহরের উকিলপাড়া থেকে আনন্দ মিছিল বের করেন। পরে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় উকিলপাড়ায় এসে শেষ হয়।
মিছিলে জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবুল হাসনাত কাওছার, জেলা ছাত্রলীগ নেতা ফয়েজ ইসলাম সুমনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে মিছিলে সভাপতি দীপঙ্কর কান্তি ও তার অনুসারীদের দেখা যায়নি।