স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আয়ূব বখত জগলুলের নেতৃত্বে সুনামগঞ্জে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরিষদকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌর চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, অ্যাডভোকেট শুকুর আলী, পৌর আওয়ামী লীগের সেক্রেটারি সাজিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শওকতুল ইসলাম সৈকত, শামছুল কাদির মিসবাহ প্রমুখ।