দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার(২৬ মে) দুপুরে উপজেলার নোয়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহকারি উপ-পুলিশ পরিদর্শক আবুল হাসনাত চৌধুরী সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
নোয়াখালী বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বিএসটিআইয়ের পরীক্ষায় অনুত্তীর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি পণ্যের মধ্যে প্রাণের হলুদ গুঁড়া, ফ্রেশের হলুদ গুঁড়া, মোল্লা সল্টের আয়োডিন যুক্ত লবণ, প্রাণের কারি পাউডার, ড্যানিশের কারি পাউডার, সিটি ওয়েলের সরিষার তেল সহ বিভিন্ন ভেজাল পণ্য অপসারণ ও ধ্বংস করেন।