স্টাফ রিপোর্টার::
সোমবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে “জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয়” বিষয়ক বার্ষিক সমন্বয় সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। জেলায় গ্রাম আদালতের কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনাসভা হয সভায়।
বার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ হাবিবুল্লাহ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদিন; বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, উপ-পরিচালক সমাজসেবা সুচিত্রা রায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার স্থানীয় সরকার রাহুল চন্দ, সহকারি কমিশনার (গোপনীয়) আসিফ আল জিনাতসহ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প চলমান এমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
বার্ষিক সমন্বয় সভায় গ্রাম আদালতে বেশি মামলা নিষ্পত্তি করার জন্য রাণীগঞ্জ, ধনপুর, উত্তর শ্রীপুর ইউনিয়নকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।