স্টাফ রিপোর্টার::
চারদলীয় জোট সরকারের ভুলে কারণে যথা সময়ে যথাযত প্রকল্পভূক্ত না করে ছাতকের সুরমা নদীতে নামকাওয়াস্তে সেতু নির্মাণ করলেও গত ১১ বছর ধরে নির্মাণকাজ বন্ধ আছে। অবশেষে দীর্ঘ ১১ বছর পর সেই গুরুত্বপূর্ণ সেতুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেকে) এই প্রকল্পটি নতুন করে অনুমোদন দেওয়া হয়েছে। ফলে শীঘ্রই সেতু নির্মাণের কাজ শুরু হবে। ‘গোবিন্দগঞ্জ, ছাতক-দোয়ারা সড়কে সুরমা নদীর উপর সেতুর অবশিষ্ট কাজ সমাপ্তকরণ প্রকল্প’ নামক এই প্রকল্পে ১১২ কোটি ৯৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। চলতি বছরই এই সেতুর কাজ শুরু হবে বলে একাধিক সূত্র জানিয়েছে। একনেকে এই প্রকল্প অনুমোদন লাভের খবরে ছাতকবাসী আনন্দ উদযাপন করছে। তারা অসমাপ্ত সেতুর কাজটি একনেকে অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এবং স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মানিককে অভিনন্দন জানিয়েছেন।