স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জের আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সভাপতি দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক,সুনামগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ সেলিম আহমদ সভাপতি নির্বাচিত হয়েছেন। সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সুধীজন। বিবৃতিদাতারা হলেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামিমা শাহরিয়ার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, আওয়ামীলীগনেতা আসআদ আল আজাদ, সাবেক ছাত্রনেতা সার্জেন্ট বিপ্লব শাহরিয়ার, জহিরুল হক তালুকদার, আশরাফ মিয়া, শুকদেবপুর গ্রামের বিশিষ্ঠ মুরুব্বি ও সাচনা বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুর আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিছবাহ উদ্দিন, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, যুবলীগনেতা আবুল কাশেম প্রমুখ। বিবৃতিতে তারা বলেন, সেলিম আহমেদ একজন উদীয়মান তুরুন। তার নেতৃত্বে বিদ্যালয়ে উন্নয়ন ও শিক্ষার মান আরো একধাপ এগিয়ে যাবে। আমরা তার সার্বিক সফলতা কামনা করি।