স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের অন্তত ৩০ জন সুবিদাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা দিয়েছেন পৌর মেয়র নাদের বখত। সোমবার তিনি সমাজের মূলধারা থেকে ছিটকে পড়া সু্বিদাবঞ্চিত শিশুদের খুঁজে তাদের সঙ্গে গল্পে মাতেন। হাসি আনন্দে মাতিয়ে তাদেরকে পরে নতুন জামা উপহার দেন।
ঈদের নতুন জামা পেয়ে উচ্ছ্বসিত হয় সু্বিদাবঞ্চিত শিশুরা। তারাও প্রান ভরে মেয়রকে দোয়া করে। শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগির সময় মেয়র পত্নীও উপস্থিত ছিলেন।