শামছুল আলম আখঞ্জী, তাহিরপুরঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা দলিল লেখক, সকলের প্রিয়মুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির একসময়ের আলোড়নকারী নেতা সুলেমান হোসেন (মঙ্গল) এর ছোট ভাই তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কুড়েরপাড়া গ্রামের মরহুম আব্দুল জব্বারের ছেলে মোঃ তানবির হাসান (২৫) আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) অল্পদিনেই তিনি মানুষের ভালবাসা কুড়িয়েছিলেন। জানা যায়, দলিল লেখক তানবীর হাসান হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে আজ (২৮ মে) মঙ্গলবার ২-৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। রাতে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা।
এদিকে-দলিল লেখক তানবীর হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের জনতা এবং তাহিরপুর উপজেলা গণমাধ্যম কর্মী শামসুল আলম আখঞ্জি টিটু ও আহম্মদ কবির। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়াত তানবীর হাসানের রূহের মাগফেরাত কামনা করেন।