1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

কৃষকের প্রতি সংহতি : সুনামগঞ্জে প্রসেনিয়ামের প্রতিবাদী পথনাটক ‘ধান্যবাদ’ মঞ্চস্থ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ মে, ২০১৯, ৫.১৯ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
শ্রমঘামে হাওরে বোরো ফসল ফলিয়ে ন্যায্য দাম না পাওয়া কৃষকের প্রতি সংহতি জানিয়ে কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যের ধান কেনার দাবিতে সুনামগঞ্জে প্রতিবাদী পথনাটক ‘ধান্যবাদ’ মঞ্চস্থ হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নাট্যসংগঠন প্রসেনিয়াম শহরের গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে পথনাটকটি মঞ্চস্থ করে।

সময়োপযোগী এই নাটকটি প্রদর্শনী শেষে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সুধীজন।
নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন শাওন দাস। প্রসেনিয়াম দলনেতা দেবাশীষ তালুকদার শুভ্র’র নেতৃত্বে নাট্যসংগঠনের কর্মীরা নাটকটি মঞ্চস্থ করেন।

এদিন বেলা ১১ টায় সুনামগঞ্জ আদালত চত্বরে প্রথম মঞ্চস্থ হয় নাটককটি। সেখানে বিপুল সংখ্যক দর্শক সময়োপায়োগী নাটকটি উপভোগ করেন। দুপুরে সুনামগঞ্জ পৌরবিপণী এবং পরে ভাষাসৈনিক হোসেন বখত চত্বরে নাটকটি মঞ্চস্থ করা হয়। প্রতিটি মঞ্চায়নেই বিপুল দর্শক কৃষকের করুণ আকুতিমাখা নাটকটি উপভোগ করেন।

নাটকে ধানচাল সংগ্রহ অভিযানে দুর্নীতি, কৃষকদের হয়রানি-বঞ্চনা, চালকল মালিকদের সুবিধা প্রদান এবং দালাল ও ফড়িয়াদের দৌরাত্ম তুলে ধরা হয়। হাওরের কৃষকদের কাছ থেকে নগণ্য পরিমাণে ধান সংগ্রহ করে চালকল মালিকদের কাছ থেকে কেন প্রতিনিয়ত জ্যামিতিকহারে চাল সংগ্রহের পরিমাণ বাড়ানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন।

নাটকে প্রাণবন্ত অভিনয় করেন দেবাশীষ তালুকদার শুভ্র, রুবেল খান, আলাউর রহমান, মাহফুজ আলম প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!