স্টাফ রিপোর্টার::
বুধবার সকাল ১১ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলা মানবাধিকার কশিনের উদ্যোগে চালের বদলে ধান ক্রয়ের দাবীতে আলফাতউদ্দিন স্কয়ারে এলাকার কৃষকদের নিয়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয় । মানব বন্ধনে বক্তব্য রাখেন ড. এডভোকেট মফছির মিয়া, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি ফৌজি আরা সাম্মী সহ সভাপতি এ কে এম আবু নাছার আহমদ, কলি তালুকদার আরতি, সাধারণ সম্পাদক শাকিল আহমদ, যুগ্ম সম্পাদক সাইফুল আলম ছদরুল ,প্রভাষক দোলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান, জনি রায়, আশরাফ হোসেন লিটন, প্রভাষক ফজলুল করিম সাইদ, প্রচার সম্পাদক শাহারিয়ার সুমন, সদর উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুল কাদির শান্তি মিয়া, সহ সভাপতি গোলাম রাব্বানি, সম্পাদক লিমন আহমদ, শুভল সরকার, সাংবাদিক জসিম উদ্দিন ,সাংবাদিক আমিনুল হক প্রমূখ
মানব বন্ধন শেষে মিলার –মজুতদারের হাত থেকে কৃষকদের রক্ষা,প্রতিটি ইউনিয়নে সরকারীভাবে ধান ক্রয় কেন্দ্র চালু সর্বপরি “উৎপাদন কৃষকের-ধান সরকারের” এমন নীতিমালা তৈরি করে সকল কৃষকের ধান ক্রয়ের দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহনসহ দশ দফা দাবীতে জেলাপ্রশাসকের মাধ্যমে খাদ্য মন্ত্রি বরাবর স্বারক লিপি প্রধান করা হয়।