সুনামগঞ্জে মাত্র ২ টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিতদের ইফতারের আয়োজন করেছে বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন ও আলোর পথ সমাজ কল্যাণ সংগঠন। ৮ পদ দিয়ে সাজানো হয়েছে ইফতার। মূল্য ধরা হয়েছে মাত্র ২ টাকা। বৃহস্পতিবার বিকেলে শহরের বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করছে সংগঠনের কর্মীরা।
সারাদিন রোযা রেখে ইফতারের জন্য খাবার জোগাড় করতে পারেন না সু্বধিাবঞ্চিতদের অনেকেই। তাদের জন্যই বিশ্বজন এর উদ্যোগে তাদের নিজস্ব অর্থায়নে আয়োজন করা হয়েছে ২ টাকায় ইফতারের।
২ টাকায় ভাল মানের ইফতার পেয়ে এতে দারুণ খুশি দরিদ্র মানুষেরা। মানুষের আত্মমর্যাদায় লাগুক এমন কোন কাজ করতে চান না তারা ।
সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন পথচারীরা । সংগঠনের সবাই শিক্ষার্থী তারা এবার তাদের ঈদের টাকা অসহায় মানুষের উপকার করবেন এমন মনোভাব থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা ।