শামছুল আলম আখঞ্জী, তাহিরপুরঃ
টাংগুয়ার হাওরে কোনাজাল, কারেন্টজাল দিয়ে মা ও পোনামাছ নিধন এবং প্লাস্টিকের তৈরী মাছ ধরার উপকরণ ব্যবহার বিরোধী প্রচারাভিযান চালানো হয়েছে। ৩০মে বিকাল ৪টায়, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার ব্যানারে টাংগুয়ার হাওর সংলগ্ন লামাগাও বাজারে,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে, এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুস পুরকায়স্থ টিটুর পরিচালনায়,টাংগুয়ার হাওরে অবাধে কোনাজাল, কারেন্টজাল দিয়ে মা ও পোনামাছ নিধন এবং হাওরে প্লাস্টিকের তৈরী মাছ ধরার উপকরণ ব্যবহার বিরোধী প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
প্রচারাভিযানে বক্তব্য রাখেন, দ্রুব কান্তি কুন্ডু, টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মনির মিয়া, টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক আহম্মদ কবির, টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর কোষাধ্যক্ষ আবুল কালাম,টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সদস্য ওয়াকি তালুকদার,টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সম্মানিত সদস্য আব্দুল খাইয়ুম, সদস্য আব্দুল গনী, সদস্য আলপিন মিয়া,সদস্য জয়চরণ বাবু প্রমুখ এছাড়াও টাংগুয়ার হাওর পাড়ের বিভিন্ন শ্রেনী পেশার অর্ধশতাধিক জনতা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন টাংগুয়ার হাওর হল একটি মা ও পোনামাছ মাছের অভয়ারণ্যে,এবং একটি সংরক্ষিত এলাকা এই হাওরে মাছ উৎপাদন হবে জেলার বিভিন্ন হাওরে বিচরণ হবে,তার এই হাওরে মাছের উৎপাদন বাড়াতে সকলেই মা ও পোনামাছ নিধন বন্ধ করতে হবে, আজ হাওরে অবাধে মা ও পোনামাছ নিধনে হাওর পাড়ের জনগোষ্ঠীও পুকুরের চাষকৃত মাছের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।তাই এই হাওরে নিষিদ্ধ কোনাজাল, কারেন্টজাল দিয়ে মা ও পোনামাছ নিধন বন্ধ করতে হবে এবং হাওরের পরিবেশ রক্ষার্থে পরিবেশ ধ্বংসাত্মক প্লাস্টিকের তৈরী মাছ ধরার উপকরণ ব্যবহার করা বন্ধ করতে হবে।