স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বাংলাদেশে অবাধ সংবাদ প্রকাশের ক্ষেত্র তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আন্তরিক। তার প্রচেষ্টায়ই দেশে অনেক নতুন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সৃষ্টি হয়েছে। সাংবাদিকতার মনোন্নয়ন ও সাংবাদিকদের জীবনের মানোন্নয়নে আওয়ামী লীগ নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
বৃহষ্পতিবার দিরাই উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার প্রেসক্লাবের আয়োজনে উপজেলা গণমিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব সভাপতি ও প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ আবু হানিফ চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যার মঞ্জুর আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, অ্যাডভোকেট সোহেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, সাংসদের ব্যাক্তিগত সহকারী পিন্টু চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল হালিম, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন, প্রভাষক সন্দিপন দাস, জাহিদ হোসেন, মোস্তাহার হোসেন মুস্তাক, শিক্ষক সরদার গোলাম মোস্তফা রুমি, সুধা সিন্ধু দাস, পৌর কাউন্সিলর সবুজ মিয়া, এবিএম মাসুম প্রদীপ, অমর পুরকায়স্ত্য, সুব্রত চৌধুরী, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্দুল হাইয়ূম, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, ইউপি সদস্য দুলাল মিয়া, ব্যবসায়ী কিবরিয়া সরদার, মাছুম আহমেদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন। দোয়া পরিচালনা করেন থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাসান আলী।