সাইফ উল্লাহ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম সজীব। প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জেলা যুবলীগ সদস্য আবুল আজাদ, জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান, আওয়ামীলীগ নেতা মো. ওয়ালী উল্লাহ সরকার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, উপজেলা শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মাদ আলী, সাধারন সম্পাদক মো. নুরুল আমিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আমান উল্লাহ, জামালগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি মো. শাহিন আলম, সিনিয়ন সাংবাদিক সাইফ উল্লাহ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান হিমু, শাহান শাহ, জামিল পরাগ, এসএমএ তালহা, রুমান, অয়ন, মোশারফ, রনজিত, আফজল, সোহাগ, রুবেল, ইব্রাহিম, আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।