সুনামগঞ্জ শহরের তেঘরিয়া মাঝের হাটির হতদরিদ্র আব্দুর রহিমের সাড়ে তিন বছর বয়সী ছেলে মো. উসামা মিয়ার হার্টে ছিদ্র দেখা দিয়েছে। বর্তমানে ঢাকা ল্যাবএইডের প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল নূরুন্নাহার ফাতেমার ব্যবস্থাপত্রে চিকিৎসা চলছে তার। জুন মাসের মধ্যেই উসামা মিয়ার হার্টের অপারেশন না হলে বাঁচানো যাবেনা ফুটফুটে শিশুটিকে। চা বিক্রেতা বাবার পক্ষেও সম্ভব নয় উসামা’র চিকিৎসার ব্যয়ভার বহন করা। ডাক্তাররা জানিয়েছেন, অপারেশনসহ আনুষঙ্গিক প্রায় তিন লক্ষ টাকা ব্যয় হবে উসামার হার্টের অপারেশন করাতে। অপারগ পিতা ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। সাহায্য কামনা করেছেন মানবিক সকল মানুষের।
সাহায্য পাঠানোর ঠিকানা : মো. আব্দুর রহিম, গ্রাম: তেঘরিয়া (মাঝের হাটি), পৌরসভা, সুনামগঞ্জ। মোবাইল: ০১৭৬৫৬৬৫২৭৩