স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বুধবার সকালে সদর ইউনিয়ন পরিষদে কৃষি মন্ত্রনালয়ের অর্থায়নে ও উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপজেলা কৃষি অফিসার ড. সাফায়েত আহম্মেদ সিদ্দিকী, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, ওয়ালী উল্লাহ সরকার, আকবর হোসেন, সদর ইউপি সদস্য আরজু মিয়া, জিয়াউর রহমান, প্রমূখ। এ কর্মসূচীতে ২০০ মত জনকে ধানের বীজ, ২ শত জনকে ডি এপি সার, ১০ জনকে এমওপি সার, সরিষা বীজ ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়।