দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের জয়কৃষ্ণ দাসের ছেলে জীবন দাস (২৮) নিখোজের ৯দিন পর নদীতে পাওয়া গেল তার লাশ। গতকাল রোববার বিকেলে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন আমরাখাই গ্রামের পাশে বিবিয়ানা নদী থেকে তার লাশ উদ্ধার করে নবী গঞ্জ থানা পুলিশ। জানা যায় গত ২৪ মে শুক্রবার সন্ধায় কুলঞ্জ গ্রামের নুর ইসলামের পুত্র (জীবনের বন্ধু) রাজন মিয়ার সাথে ঘুরতে যায়। ঐ রাত থেকেই নিখোজ হয় জীবন দাস। এব্যাপারে জীবনের ভাই লিটন দাস নিখোজের খবর জানিয়ে ২৭ মে দিরাই থানায় সাধারণ ডায়রী করেন। সাধারণ ডায়রী সুত্রে জানা যায়, ২৪ মে সন্ধায় বন্ধু রাজনের সাথে ঘুরতে যায় জীবন দাস। রাত ৮টার দিকে রাজন জীবনের ছোট ভাইর মোবাইলে ফোন দিয়ে জানতে চায় জীবন বাসায় ফিরেছে কি না? তার ভাই জানায় সে বাসায় ফিরেনি। পরদিন রাত ৯টার দিকে রাজন মিয়া জীবনের বাড়ীতে আসিয়া জীবনের ব্যবহৃত মোবাইল ফোন ও মানি ব্যাগ ফেরত দিয়ে যায় এবং সে জানায় জীবন তার কাছে মোবাইল ফোন ও মানি ব্যাগ রেখে পার্শবর্তী নবীগঞ্জ উপজেলার আমরাখাই গ্রামে যায়। এব্যাপারে জিডি’র কদন্তকারী কর্মকর্তা এসআই ইসমাইল আলী জানান, আজ (গতকাল রোববার) বিকেলে নবীগঞ্জ উপজেলাধীন আমরাখাই গ্রামের পাশে বিবিয়ানা নদীতে একটি লাশ ভাসমান দেখতে পেয়ে এলাকাবসী নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানা পুলিশ সহ ঘটনাস্থলে যাই। নবীগঞ্জ থানার সীমানায় হওয়ায় লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ড তৈরী করে নবীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়না তদন্তের পর লাশটি পরিবারের খাছে বুঝিয়ে দেয়া হবে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম জানান, সাধারণ ডায়রী করার পর অনেক খোজাখুজি করার পর তার লাশ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।