স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফেতর উপলক্ষ্যে জাতীয় যুব শ্রমিকলীগের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে পৌর বিপনী মার্কেটের সম্মুখে বিতরণ করা হয়। ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: এমরান হোসেন, জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ও দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক মো: মাহতাব উদ্দিন তালুকদার, সদর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল্লাহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. আবুল হোসেন, জেলা যুব শ্রমিকলীগের সাধারন সম্পাদক একে মিলন আহমেদ, জেলা যুব শ্রমিকলীগের সহ-সভাপতি গাজী আফজাল হোসেন, জেলা যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক বিপলু দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিবু পোদ্দার, সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আবু, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, মহিলা বিষয়ক সহ সম্পাদক ও পৌর কাউন্সিলর শেলি চৌহান ময়না, সদর উপজেলা যুব শ্রমিকলীগের সভাপতি তৈয়বুর রহমান, সাধারন সম্পাদক আলমগীর হোসাইন, মানবাধিকার কর্মী আলী হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সাদিকুর রহমান সাদিক, যুব শ্রমিকলীগ নেতা অনিক শাহ, সাংগঠনিক সম্পাদক আল আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী, শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।