টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জে মাত্র ২ টাকায় ইফতার ও ৫ টাকায় ঈদের কাপড় দেওয়া হইছে! হত দরিদ্র পরিবারের লোকজন এসব সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। সোমবার বিকালে বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহীদ জগৎ্জ্যোতি পাঠাগারে সমাজে সুবিধাবঞ্চিতদের জন্য ব্যতিক্রমী এই আয়োজন করে। বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন । ৮ পদ দিয়ে সাজানো হয়েছে ইফতার। মূল্য ধরা হয়েছে মাত্র ২ টাকা। একটি পাঞ্জাবির মূল্য ধরা হয়েছে মাত্র ৫ টাকা। মানুষের আত্মমর্যাদায় না লাগুক এমন চিন্তা ভাবনা থেকে ব্যতিক্রমী উদ্যোগ নেন তারা ।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ পীর ফজলুল রহমান মিসবাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, প্রভাষক মশিউর রহমান, আনীশ তালুকদার, সদর যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল প্রমুখ!
আলোচনা সভা শেষে পথশিশু ও সামর্থ্যহীন মানুষের মাঝে ২ টাকায় ইফতার ও ৫ টাকায় ঈদের পোষাক দেওয়া হয়!
উল্লেখ্য যে বিগত ৩ দিন ধরে বিশ্বজন এর উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে ৮ পদের ইফতারি মাত্র ২ টাকায় বিক্রয় করা হয়েছে