স্টাফ রিপোর্র্টার::
সুনামগঞ্জের ছাতকের মঈনুর জনতা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আখলাকুর রহমান গতকাল সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। আমেরিকার টেক্সাসের নিজ বাসায় আখলাকুর রহমান ইন্তেকাল করেন। সুনামগঞ্জের ছাতক উপজেলার মইনপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্ম শিক্ষাবিদ লেখক আখলাকুর রহমানের। নিজ এলাকায় স্থাপিত মইনপুর কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন। আখলাকুর রহমান জীবদ্দশায় ১২টির অধিক ইসলামি বই রচনা করেছেন। এছাড়াও তিনি নিয়মিত বিভিন্ন স্থানীয় দৈনিক ও সাপ্তাহিকে লেখালেখি করতেন।
তিন বছর আগে আখলাকুর রহমান অভিবাসী হয়ে পরিবারের সঙ্গে বসবাস করা শুরু করেন। যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতরের দিনে ৪ জুন মঙ্গলবার বাদ জোহর টেক্সাসের স্থানীয় মসজিদে জানাজার নামাজ শেষে আখলাকুর রহমানকে স্থানীয় মুসলিম কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ছাতকের বিভিন্ন সুধীজন। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবং উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানও শোক জানিয়েছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।