ছাতক প্রতিনিধি::
ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নে ভিজিএফের ৩৫ জনের চাল চুরি করে ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়ায় ইউপি মেম্বার কে জনতার গনধোলাই দিয়ে চেয়ারম্যানের হাতে তোলে দেয়া হয়েছে।
এ ঘটনা নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ শাখা থেকে দুস্থ ও হতদরিদ্র ব্যক্তি/পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য দক্ষিন খুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন অনুকূলে ২৮ দশমিক ৬০০ টন চাল বরাদ্দ দেয়া হয়। আধনালী ও পুরাখাটি গ্রামের ৩০ থেকে ৩৫ জন কার্ডধারীদের চাউল, একই ওয়ার্ডের মেম্বার এমরান আহমদ বিক্রি করেন, চেচান বাজারের চাউল ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছে। স্থানিয় জনতা ও ইউনিয়নের সচিব ও গ্রাম পুলিশ বিষয়টি অবগত হয়ে এমরান আহমদ কে হাতে নাতে ধরেন। এই বিষয় চেয়ারম্যান আব্দুল মছব্বিরের কাছে অভিযোগ আসলে ঘটনাস্থলে তিনি ছুটে আসেন। জনতার উপস্তিতে চাউল ব্যবসায়ী আনোয়ার হোসেন গঠনা সত্যতা শিকার করেন। এক পর্যায়ে ভিজি এফ চাল চুরির ঘটনার কথা এমরান মেম্বার শিকার করলে চেয়ারম্যান আব্দুল মছব্বিরের কাছে এমরান কে ক্ষমা চাওয়ানো হয়। এঘটনা নিশ্চিত করেন উপজেলার ভাইন্স চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন।