1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শান্তিগঞ্জ নামকরণের পক্ষে পরিকল্পনা মন্ত্রীর আনুষ্ঠানিক সমর্থন: উপজেলায় আনন্দ মিছিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯, ২.৩৫ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দলমত নির্বিশেষে উপজেলার সুধীজনের দাবির প্রেক্ষিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম ‘শান্তিগঞ্জ’ হিসেবে নামকরণের পক্ষে জোড়ালো মতামত ব্যক্ত করেছেন সুনামগঞ্জ জেলার উন্নয়নের রূপকার পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। বৃহষ্পতিবার বিকেলে উপজেলা ছাত্র লীগ আয়োজিত ঈদ পরবর্তী সুধী সমাবেশে তিনি পারিপার্শিকতা ও বাস্তবতার কারণে নামপরিবর্তনের পক্ষে আনুষ্ঠানিক মত দেন। শান্তিগঞ্জ উপজেলার নাম ঘোষণার পর হাজারো জনতা আনন্দ মিছিল করেছে। তারা দ্রুত গেজেট আকারে শান্তিগঞ্জ নাম ঘোষণার দাবি জানিয়েছেন। দক্ষিণ সুনামগঞ্জের মন্ত্রীর বাসভবনে আরফান আলী হলে এই ঘোষণা দেন মন্ত্রী। এসময় উপস্থিত জনতা করতালি দিয়ে মন্ত্রীর মতামতকে স্বাগত জানান।
জানা গেছে উপজেলা ছাত্র লীগ সভাপতি রয়েল আহমদ ও সাধারণ সম্পাদক ইমরান আহমদের নেতৃত্বে ছাত্র লীগ নেতাকর্মীরা দক্ষিণ সুনামগঞ্জের বদলে ‘শান্তিগঞ্জ’ হিসেবে উপজেলার নামকরণের জন্য মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করতে যায়। এসময় উপজেলার দলমত নির্বিশেষে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন। স্মারকলিপি প্রদানের সময় ছাত্র লীগ নেতৃবৃন্দ ঘোষণা দেন তারা আজ থেকে আর দক্ষিণ সুনামগঞ্জ নয় শান্তিগঞ্জ হিসেবেই উপজেলার পরিচয় দিবেন। দ্রুত গেজেট আকারে নাম পরিবর্তনের অনুরোধ জানান মন্ত্রীকে নেতৃবৃন্দ। ছাত্রলীগের স্মারকলিপি ও সুধীজনের দাবির প্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানও পারিপার্শিকতা ও বাস্তবতার প্রেক্ষিতে শান্তিগঞ্জ নামকরণের পক্ষে তার অবস্থান ব্যক্ত করে দক্ষিণ সুনামগঞ্জের বদলে শান্তিগঞ্জ হিসেবে উপজেলার নামকরণের পক্ষে মতামত ব্যক্ত করেন। এসময় উপস্থিত জনতা মন্ত্রীর মতামতকে গুরুত্ব দিয়ে সহমত জানান। পরবর্তীতে উপজেলায় আনন্দ মিছিল বেরে করেন তারা। জনতা অবিলম্বে নামপরিবর্তনের গেজেট প্রকাশের জন্য মন্ত্রীকে অনুরোধ জানান।
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের ব্যক্তিগত সহকারি (রাজনৈতিক) হাসনাত হোসাইন বলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ছাত্রলীগ নেতৃবৃন্দ মন্ত্রী মহোদয়ের বাসভবনে এসে উপজেলার নাম শান্তিগঞ্জের দাবিতে স্মারকলিপি দিয়েছেন। তারা আজ থেকে দক্ষিণ সুনামগঞ্জের বদলে শান্তিগঞ্জ উপজেলা হিসেবে নিজেদের পদবী ও পরিচয়ের ঘোষণা দিয়েছেন। মন্ত্রী তাদের এই ঘোষণা মতামতকে সমর্থন জানিয়েছেন। মন্ত্রী মহোদয়ের আনুষ্ঠানিক সমর্থনের পর তাকে অভিনন্দন জানিয়ে এবং উপজেলার নাম শান্তিগঞ্জের পক্ষে আনন্দ মিছিল করেছেন সাধারণ জনতা।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসাইন, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ, উলামা লীগ নেতা মাওলানা আব্দুল কাইয়ুম, সুনামগঞ্জ মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. জহিরুল ইসলাম, সাবেক ছাত্র লীগ নেতা বদরুল আলম সিদ্দিকী, উপজেলা ছাত্র লীগ সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান আহমদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!