1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শাল্লায় জনপ্রতিনিধিকে বয়কট করল ওয়ার্ডবাসী

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জুন, ২০১৯, ১১.১৮ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি ::
শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডবাসী বিভিন্ন অভিযোগের কারণে সংরক্ষিত আসনের মহিলা সদস্য আভা রানী তালুকদারকে বয়কট করার গোষণা দিয়েছে। শুত্রবার সকালে ওয়ার্ড সদস্য ব্রজলাল দাসের আহবানে গিরিধর উচ্চ বিদ্যালয়ে এক সভায় ওয়ার্ডের সর্বসাধারনের উপস্থিতে এই সিন্ধান্ত হয় ।
ওয়ার্ডের নওয়াগাঁও, আঙ্গারুয়া, হরিনগর, সুখলাইন গ্রামের লোকজন একত্রিত হয়ে তাদের এ সিন্ধান্তের বিষয়টি শুক্রবার বেলা ১২ টায় লিখিত ভাবে ইউপি পরিষদের চেয়ারম্যান বিধান চৌধুরী ও সচিব বিপ্লব দাসকে অবহিত করেন।
এসময় ওয়ার্ডের হরিনগর গ্রামের মহাপ্রভু চৌধুরী,বীরেন্দ্র দাস,দিপু দাস,শিমুল দাস,কালিকান্ত দাস,সমির দাস,বিধান দাস,আঙ্গারুয়া গ্রামের মানবেন্দ্র দাস,শিতেস দাস,পিলু দাস,গোপেন্দ্র দাস, সুবোদ দাস,সুখলাইন গ্রামের মৃদুল দাস,বিল্পব দাস,জয়লাল দাস,ছোটন দাস,নওয়াগাঁও গ্রামের চয়ন দাস, বেনু দাস, পিতন দাস,পংকজ দাস, নিপেশ দাস সহ অনেকেই বলেন, আমরা ওয়ার্ডবাসী এই সদস্য আভা রানীসহ তার পরিবারের মানুষের কর্মকান্ডে অতিষ্ট। আমরা তাই এই সদস্যকে ওয়ার্ডবাসী মিলে তাকে বয়কট করলাম। তারা আরো বলেন, আমরা চেয়ারম্যানকে লিখিত জানিয়েছি, তার কোন কার্যক্রম আমরা সম্পৃক্ত হতে চাই না।
এ সময় ইউপি চেয়ারম্যান বিধান চৌধুরী ওয়ার্ডবাসীর উদ্দ্যেশে বলেন, আভা রানীর বিরুদ্ধে ১.২.৩ নম্বার ওয়ার্ডে দুনীতি, অনিয়ম, সন্ত্রাসী কর্মকান্ড সহ অসংখ্য অভিযোগ রয়েছে। বার বার তার বিভিন্ন বিষয় মিমাংশা করা হলেও পুনরায় বিভিন্ন বিষয় সৃষ্টি করে চলেছে।
এসময় তিনি আরো বলেন, গত কয়েক দিন পুর্বে ইউপি পরিষদের ভিতরেই সদস্য ব্রজলাল দাসকে আভা রানীর স্বামী নিতেশ দাস ছেলে সুজন দাস ও ঝুমন দাস মিলে সন্ত্রাসী কর্মক্ন্ড চালিয়ে ব্রজলালকে বেধরক পিটিয়েছে। সেই বিষয়ে ও পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি ওয়ার্ডবাসীকে জানান।
এদিকে ওয়ার্ড সদস্যকে বয়কটের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!