জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাম গাছে ওঠে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়াবাজারে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত শিশুর নাম কাওসার মিয়া (১১)। সে ওই ইউনিয়নের চিলাউড়া আটঘর গ্রামের দরিদ্র হাদিছ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে জাম পারতে শিশু কাওসার স্থানীয় চিলাউড়া বাজারের একটি জাম গাছে উঠে। এসময় অসাবধানতা বশত গাছের পাশে উপরে থাকায় বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাম পাড়তে গিয়ে শিশুতে বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে গাছের নিচের একটি ভবনের ছাদে তার মৃত দেহ পড়ে থাকে। শিশুটির হাতে জাম পাওয়া গেছে। আমরা সুরতহাল রিপোর্ট তৈরীর করছি।