স্টাফ রিপোর্টার,জামালগঞ্জ থেকে: আসন্ন জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে প্রচারণায় নেমেছে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আজ ১১ ই জুন,রোজ মঙলবার বিকেল ৩ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় শেষে নৌকার মাঝি ইউসুফ আল আজাদের পক্ষে ভোট চায় তারা। উপজেলার চানপুর,সোনাপুর,লক্ষীপুর,মান্নাঘাট,সেলিমগঞ্জ,জামলাবাজ ও গজারিয়া এলাকার সকল ভোটারদের নিকট নৌকা প্রতীকের লিফলেট পৌঁছে দেয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, এই নৌকা আওয়ামী লীগের নৌকা,এই নৌকা শেখ হাসিনার নৌকা,এই নৌকা উন্নয়নের নৌকা । আর বেশি সময় নেই,১৮ তারিখ নির্বাচন। আপনারা সঠিক সময়কে কাজে লাগাবেন আশা করি। আর আপনারা একজন যোগ্য প্রার্থী কে ভোট দিয়ে নির্বাচিত করবেন এটাই আমাদের বিশ্বাস।
এসময় জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ আলম লিমন এর সভাপতিত্বে এবং যুগ্ম অাহবায়ক মাহবুর রহমান মাহবুব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম অাহবায়ক চয়ন রায়, অাজিজুল হক হীরা, সদস্য রাসেল অাহমেদ, রকি ইসলাম, সায়েক রাজা, মইনুল হক, এবং উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা, নিক্সন তালুকদার, রফিকুল ইসলাম, হাবিবুর রহমানসহ সকল নেতৃবৃন্দ।