স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুরে হাওর জনপদ শ্রীপুর উওর ইউনিয়নের নয়াবন্দ গ্রামের স্বর্গীয় বারীন্দ্র চন্দ্র পালের সহধর্মিনী শতবর্ষী পূস্পলতা পাল (১০৫) পরলোক গমন করেছেন।
তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারনে সোমবার ভোররাত ৩টা ১৫ মিনিটে ইহলোক ত্যাগ করেন।,
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন।
মঙ্গলবার বেলা দেড়টায় গ্রামের বাড়ি তাহিরপুরের নয়াবন্দ এ ধর্মীয় রীতি অনুয়ায়ী উনার অন্তেষ্ট্রিক্রিয়া সম্পন্ন হয়।
হাওরের দুর্গম জনপদে কৃষক পরিবারের গৃহবধু হয়েও পূস্পলতা পাল তার সন্তানদের দেশ স্বাধীনের পর উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন।
উনার বড় ছেলে সীতেশ পাল সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের একজন প্রতিষ্ঠিত কয়লা আমদানিকার এবং সমাজসেবক, দ্বিতীয় ছেলে অরুণ চন্দ্র পাল সিলেটের প্রাচীন বিদ্যাপিঠ এমসি কলেজের সহযোগী অধ্যাপক, তৃতীয় ছেলে করুনাময় পাল কয়লা আমদানিকারক, চতুর্থ ছেলে হীরেন্দ্র চন্দ্র পাল ঢাকার পিডিবির নির্বাহি প্রকৌশলী ও বড় দুই মেয়ে গৃহিণী।
এদিকে শতবর্শী রতœগর্ভা মা পূস্পলতা পালের ইহলোকে ত্যাগে তার আত্বার শান্তি কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি পৃথক পৃথক শোক বার্তায় সমবেদনা জানিয়েছেন সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন ধর্মীয়, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ।