তাহিরপুর সংবাদদাতা::
সুনামগঞ্জের চাঁরাগাঁও সীমান্তে সরকারের লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন নাটকীয় ভাবে মাদক ও বিজিবির ওপর হামলার মামলার আসামীরা নিজেদেরকে বিজিবি ও পুলিশের সোর্স পরিচয় দিয়ে চাঁদা নিয়ে ভারত থেকে লক্ষলক্ষ টাকার কয়লা পাঁচারের সাথে বস্তা বন্দি করে পাচাঁর করছে মদ,গাঁজা,হেরুইন,গরু ও ইয়াবা। র্যাব মাঝে মধ্যে অভিযান চালিয়ে মাদকসহ চোরাচালানীদেরকে গ্রেফতার করলেও বিজিবি এব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এব্যাপারে চাঁরাগাঁও শুল্কস্টেশনের ব্যবসায়ী ও সীমান্তবাসী জানায়, জেলার তাহিরপুর উপজেলার চাঁরাগাঁও বিজিবি ক্যাম্প সংলগ্ন কয়েকজন বাসিন্দা নিজেদেরকে সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের সোর্স পরিচয় দিয়ে ১বস্তা কয়লা থেকে ১০০ টাকা, পুলিশের সোর্স পরিচয় দিয়ে ১বস্তা কয়লা থেকে ৮০টাকাসহ আরো নানা খাত থেকে টাকা আদায় করে।
এছাড়া ১ কার্টন মদ থেকে ৫শত টাকা, ১হাজার পিছ ইয়াবা থেকে ২০হাজার টাকা, ১কেজি গাঁজা থেকে ১ হাজার টাকা চাঁদা নিচ্ছে সোর্সরা।
চাঁরাগাঁও ক্যাম্প কমান্ডার তোফাজ্জল বলেন, সোর্স দীপক, সাইকুল, মোফাজ্জল, রমজান ও আব্দুল আলী ভান্ডারীর চোরাচালান ও চাঁদাবাজির বিষয়ে লোক মুখে শুনি কিন্তু প্রমান ছাড়াতো কিছু করা সম্ভব না।