1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

তাহিরপুরে বাউবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ জুন, ২০১৯, ৫.২৮ এএম
  • ১৯১ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে হৃদয় আহমদ নামে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয় (বাউবি)’র শিক্ষার্থীকে বখাটে কতৃক ধারালো ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতা করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় আশংকাজনক অবস্থায় আহত ওই ছাত্রকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থী উপজেলার বাদাঘাট (উওর) ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের কাইকর পাড়ার আলীম উদ্দিনের ছেলে।,
শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় লোকজন জানান, উপজেলার ঘাগটিয়া গ্রামের বড়টেক সড়কপথে এক আত্বীয়ের বাড়ি যাবার পথে বৃহস্পতিবার বিকেলে একই গ্রামের টেকেরগাঁও’র উসলিম উদ্দিনের বখাটে ছেলে মুন্না মিয়া (২২) ও তার অপর কয়েক সহযোগীরা হৃদয় আহমদকে পথরোধ করে।,
এরপর নানা অজুহাতে কথা কাটাকাটির এক পর্যায়ে মুন্না ও তার অপর সহযোগীদের সহায়তায় হৃদয়কে ধারালো ছুরি দিয়ে বুক বরাবর আঘাত করলে আত্বরক্ষায় দ্রুত সড়ে যেতে চাইলে তার পিঠে ছুরিকাঘাত করে আহত করে। রক্তার্থ অবস্থায় মাটিতে পড়ে যাবার পর মুন্নার সহযোগীরা কাঠের রোল দিয়ে দ্বিতীয় দফা পিঠিয়ে তাকে সড়কে ফেলে রেখে যায়।
খবর পেয়ে পরিবার ও প্রতিবেশীরা হৃদয়কে উদ্যার করে সন্ধায় উপজেলা স্বাস্থ কমপ্লেকেè নিয়ে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখান থেকে ফের ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির জন্য প্রেরণ করা হয়।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ জানিয়েছেন, আহতের অবস্থা সংকটাপন্ন,ছুরিকাঘাত পিঠের মাংস দেড় ইঞ্চি ভেদ করে হৃদপিন্ডে রক্তক্ষরণ হয়েছে বলে ধারণা হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
শুক্রবার তাহিরপুর থানার ওসি মো, আতিকুর রহমান বললেন,ঘটনা জেনে তাৎক্ষণিক ভাবে বখাটের এক সহযোগীকে আটক করা হয়। থানায় ঘটনার রাতেই হত্যাচেষ্টার অবিযোগে তিন জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!