স্টাফ রিপোর্টার::
শুক্রবার(১৪ জুন) বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল বের করা হয়। শান্তিগঞ্জ বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে সিলেট সুনামগঞ্জ সড়কের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাত, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, জেলা কৃষকলীগ সদস্য মো. মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, উপজেলা যুবলীগ সহ সভাপতি রাজা মিয়া, জুবেল আহমদ,লিয়াকত আলী শিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম শিপন, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড সভাপতি ওবায়দুর রহমান কুবাদ,উপজেলা কৃষক লীগ নেতা আব্দুল গণি ভান্ডারী,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন,উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি আল মাহমুদ সোহেল, সুবীর দাস,জুয়েল দাস, নাইম আহমদ প্রমুখ।