স্টাফ রিপোর্টার::
সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট গত বৃহস্পতিবার সংসদে পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত এই বাজেটকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জ জেলা যুবলীগ শহরে আনন্দ মিছিল করেছে। শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল শুরু করে শহর প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগ সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যু্লীগের যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, মঞ্জুর খন্দকার, নূরুল ইসলাম মঞ্জু, এডভোকেট কল্লোল তালুকদার চপল প্রমুখ।
বক্তারা বলেন, এই বাজেট জনকল্যাণমুখী ও সময়োপযোগী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারের মাধ্যমে যে ওয়াদা করেছিলেন, এই বাজেট সেই ওয়াদা বাস্তবায়নের অংশ। এই বাজেটে দেশের ধনী, গরিব মধ্যবিত্ত সবাই উপকৃত হবে।
বক্তারা আরো বলেন, ২০১৯-২০ সালের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একটি বাস্তবসম্মত বাজেট দিয়েছেন। এই বাজেটে করের বোঝা নেই। ব্যবসায়ীরাও খুশি হবেন। করের বোঝা এলে সাধারণ মানুষের ওপর চাপ আসত। তার প্রতিক্রিয়া হতো। কিন্তু এই বাজেটের পরে সেটা হবে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন তা সর্বজন স্বীকৃত গণমুখী বাজেট।