স্টাফ রিপোর্টার::
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও তার স্বামী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। শুক্রবার বিকেলে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের বাসভবনে তাদেরকে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। উল্লেখ্য পারিবারিক একটি অনুষ্ঠানে সুনামগঞ্জে এসেছেন ফরিদা ইয়াসমিন ও তার স্বামী নঈম নিজাম। বিশিষ্ট দুই সাংবাদিক নির্ভয় ও নিসঙ্কোচে দেশ ও জাতির পক্ষে সুনামগঞ্জের সাংবাদিকদের কাজ করে যাওয়ার আহ্বান জানান। এসময় বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক পীর মাহবুবুর রহমান, আবেদ মাহমুদ চৌধুরী, মাছুম হেলাল, এমরানুল হক চৌধুরী, শামস শামীম, জাকির হোসেন, সাহাব উদ্দিন আহমদ, আমিনুল ইসলাম, শামসুল কাদির মিসবাহ, শহিদনূর আহমেদ, কর্ণ বাবু দাস, জাহাঙ্গীর আলম প্রমুখ।