তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা শনিবার দুপুর ০১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও আমিনুল শরীফের পরিচালনায় বক্তব্য রাখেন,প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,বিশেষ অথিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা আ,লীগের সদ;স্য ও বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন,উপজেলা সেনিটারী ইন্সপেক্টের মকবুল হোসেন,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও অধ্যাক্ষ জাবের আহমেদ জাবেদ,তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাসার প্রমুখ। এসময় উপজেলায় সকল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মীগন উপস্থিত ছিলেন।
এসময় ভিটামিন-এ প্লাস বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন ডাঃ ইকবাল হোসেন। এবং সবাইকে সবার নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা ও পরিকল্পনায় স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সাহেব এই উপজেলাবাসীর জন্য প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী ২০১০সালে এই উপজেলায় এসেছিলেন তিনি তখন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্থাবায়ন করছেন এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। আপনাদের মাঝে দেশ প্রেম বাড়িয়ে দিন। দেশের মানুষের জন্য কাজ করেন। প্রধানমন্ত্রী জানেন আপনারা হাওরাঞ্চলের মানুষ কত কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করছেন। আপনাদের জন্য সব করবেন। উন্নয়ন হয়েছে আরো করবেন।