স্টাফ রিপোর্টার::
আবারও মাত্র ১শ টাকায় পুলিশের কনেস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। পুলিশ নিয়োগে অবৈধ লেনদেন হলে যারাই জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আগামী ২৯ জুন সুনামগঞ্জে কনেস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার সুনামগঞ্জ জেলায় ২৫৫ জন কনেস্টেবল নিয়োগ করা হবে।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, আমরা এবারও দ্যর্থহীন কণ্ঠে জানাচ্ছি ফরম ফিলাপ বাবত সরকারি যে ১০০ টাকা নেওয়া হবে সেটা দিয়েই যোগ্যদের নিয়োগ দেওয়া হবে। কোন তদ্বির ও অবৈধ লেনদেন হবেনা। যারাই এটা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ বিষয়ে কাজ শুরু করেছে বলে জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত মো. মিজানুর রহমান, সহকারি পুলিশ সুপার হায়াতুন্নবী, ওসি মো. শহীদুল্লাহ, ডিবি ওসি কাজী মুক্তাদীর, ট্রাফিক সার্জেন্ট মো. শামসুল ইসলাম, ইন্সপেক্টর আব্দুল লতিফ প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা কনেস্টেবল নিয়োগে সবধরনের তদ্বির এড়িয়ে কনেস্টেবল নিয়োগ প্রক্রিয়া শেষ করার অনুরোধ জানান। পুলিশ সততার সঙ্গে কাজ করলে সাংবাদিকরা সহযোগিতারও আশ্বাস দেন।