দিরাই প্রতিনিধি:
দিরাইয়ে জেন্ডার সচেতনতা ও মানবাধিকার, আইনসহায়তা মূলক দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিরাই পৌরসভা মিলনায়তনে ব্রাক ও পৌরসভার যৌথ আয়োজনে মেয়র মোশাররফ মিয়ার সভাপতিত্বে ও ব্র্যাক এসএলজি রফিকুল ইসলামের সঞ্চালনায় সকালে জেন্ডার সচেতনামূলক কর্মশালা এবং দুপুরে মানবাধিকার ও আইন সহায়তা মূলক দুটি পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া বলেন, নারী পুরুষের সমন্বিত উদ্যোগই উন্নয়নের পূর্বশর্ত। প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখহাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার নারী-পুরুষের বৈষম্য দুর করে দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রাখার দায়ে জাতী সংঘ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মাননা প্রদান করা হয়েছে। ব্র্যাক জন্মলগ্ন থেকেই সরকারের পাশাপাশি আমাদের এলাকায় বিভিন্ন কর্মসূচি গ্রহনের মাধ্যমে এখানকার জীবনমান উন্নয়নে বিশেষ ভ’মিকা রাখছে। কর্মশালায় বক্তব্য রাখেন, ব্রাকের উপজেলা উন্নয়ন সমন্বয়কারী পারুল আক্তার, প্যাানেল মেয়র বিশ্বজিত রায়, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, কাউন্সিলর নিবেশ রায়, মিয়াধন মিয়া, সবুজ মিয়া, এবিএম মাসুম প্রদীপ, সোহেল চৌধুরী, মতিউর রহমান, পংকজ পুরকায়স্থ ওমর, সুব্রত দাস চৌধুরী সেতু, মহিলা কাউন্সিলর খোসনামা বেগম,উম্মে হাবিবা, আতিয়ার রহমান, মহিবুর রহমান, লাকী আক্তারসহ পৌরসভার কর্মচারীবৃন্দ।