স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পল্লীতে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরী বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ -সৈয়দেরগাঁও ইউনিয়নের সাউদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে।
নিহতরা হলো, সাউদপুর গ্রামের করিম বক্সের মেয়ে তামান্না আক্তার (৭) ও অপরজন তার খালাতো বোন গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর গ্রামের রাজা মিয়ার মেয়ে রিনি বেগম (৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিনি বেগম গত দু’দিন পূর্বে তার খালাতো বোন তামান্নাদের বাড়ীতে বেড়াতে আসে। শনিবার দুপুর দেড়টায় বাড়ীর পাশের অঙ্গিনায় পুকুরে খেলার সময় পুকুরের পানিতে ডুবে গিয়ে দু’জন নিখোঁজ হয়।
পরিবার ও আশপাশের লোকজন পুকুর থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম দু’জনকে মৃত ঘোষণা করেন।