স্টাফ রিপোর্টার::
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সহকারি পুলিশ সুপার মোঃ আফজাল হোসেন এর নেতৃত্বে সুনামগঞ্জ সদর থানার পূর্ণনগর এলাাকায় এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আনোয়ার হোসেনের মুদি দোকানের সামনে হতে ০৬ বোতল অফিসার্স চয়েসসহ বিভিন্ন প্রচাতির ১২ বোতল মদ আটক করেছে। এসময় মোঃ শুকুর মিয়া (২২), পিতা- মোঃ জহির, গুচ্ছ গ্রামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।