অনলাইন ডেক্স::
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় হেফাজতে ইসলাম চুপ কেন জানতে চেয়েছেন পুলিশের আইজিপি। তিনি বলেন, “আপনারা নীরব কেন, জঙ্গিদের বিরুদ্ধে আপনারা কেন সোচ্চার হচ্ছেন না?”
“যদি আপনারা নীরব থাকেন তাহলে জঙ্গিবাদের প্রতি আপনাদের সমর্থন প্রমাণ করে?”
শোলাকিয়া নিহত দুই পুলিশ সদস্যের স্মরণে শনিবার বিকালে কিশোরগঞ্জ পুলিশ লাইনে এক সভায় এ কথা বলেন আইজিপি।
গত বৃহস্পতিবার শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত শুরুর আগ মুহূর্তে ঈদগাহের কাছেই কাছে পুলিশের উপর হামলা হয়। এতে দুই পুলিশ সদস্য নিহত হন। গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান এক গৃহবধূ।
তার আগের শুক্রবার ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করা হয়।
জঙ্গিবাদকে জাতীয় সমস্যা উল্লেখ করে শহীদুল হক বলেন, জঙ্গিরা ইসলামের শক্র, মানবতার শত্রু। তারা বাংলাদেশকে আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার মতো অকার্যকর রাষ্ট্র পরিণত করার অপতৎপরতা চালাচ্ছে।
জঙ্গি কবল থেকে সন্তানদের রক্ষা করতে হবে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান আইজিপি।
এর আগে শোলাকিয়া পরিদর্শনের পর শহীদুল হক সাংবাদিকদের বলেন, “গুলশানে যারা হামলা করেছে, তারাই শোলাকিয়ায় হামলা চালিয়েছে, তারা জেএমবি জঙ্গি গোষ্ঠীর সদস্য।”
হলি আর্টিজানে হামলার দায়িত্ব স্বীকার করে আইএসের নামে ইন্টারনেটে বার্তা এলেও তা নাকচ করে আইজিপি শহীদুল তখনও বলেছিলেন, জেএমবিই এই হামলা চালিয়েছে।
শোলাকিয়ার ঘটনায় এখনও কোনো বার্তার খবর না আসার মধ্যেই তিনি বাংলাদেশে এক যুগ আগে নিষিদ্ধ সংগঠনটিকেই দায়ী করেছেন।
আইজিপির সঙ্গে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, কিশোগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার আনোয়ার হোসেন খানসহ অন্যান্য কর্মকর্তারা।
Source: Bdnews24.com