স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসির অত্যাধুনিক দুটি এসি বাস নামানো হয়েছে। বুধবার থেকে বাস দুটি যাত্রীসেবা দিচ্ছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। উল্লেখ্য গত ৩ জুন থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসির ৬টি বাস চলছে। যাত্রীরা বিআরটিসির আরো উন্নত বাস নামানোসহ মালিকদেরও আধুনিক ও উন্নত বাস নামানোর দাবি জানিয়ে কর্মসূচি পালন করছেন।
তবে পরিবহন মালিক শ্রমিকরা সুনামগঞ্জ সিলেট সড়কে বিআরটিসি বাস নামানোর প্রতিবাদে অনৈতিক অবরোধ পালনসহ আগামী ২৪ জুন পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। এতে সিলেট বিভাগের সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সুনামগঞ্জ সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের বিরুদ্ধে সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি পালন করছেন। তারা মালিক শ্রমিকদের অনৈতিক কর্মসূচি থেকে ফিরে এসে তাদের সেবা উন্নত ও যাত্রীবান্ধব করার দাবি জানিয়ে আসছেন।