স্টাফ রিপোর্টার::
পরিবহন-মালিক শ্রমিকদের অনৈতিক পরিবহন ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) যাত্রী অধিকার আন্দোলন সুনামগঞ্জের মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধনে দলমত নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষজনকে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার রাতে শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত নীতিনির্ধারণী বৈঠকে এই নৈরাজ্যের প্রতিবাদে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে মতবিনিময় ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন পয়েন্টে জনসমাবেশের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও সমমনা সংগঠনের সঙ্গেও মতবিনিময় করে সমন্বিত বৃহত্তর কর্মসূচির বিষয়েও গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।
সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীরের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট বুরহান উদ্দিদ দোলনের সঞ্চালনায় নীতিনির্ধারণী বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক চিত্তরঞ্জন তালুকদার, ডা. মোরশেদ আহমদ, এডভোকেট রুহুল তুহিন, তনুজ কান্তি দে, এডভোকেট এনাম আহমেদ, জুবের আহমদ অপু, মো. ফজলুল হক, বিন্দু তালুকদার, যুগ্ম সদস্যসচিব শামস শামীম, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান কুবাদ প্রমুখ।