1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুরে ২০ সেতুর টেন্ডার সম্পন্ন: এমপি পীর মিসবাহকে অভিনন্দন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯, ২.৪৬ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
২০১৮-২০১৯ অর্থ বছর ব্যয়ে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় ২০ টি সেতু (১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত) নির্মান কাজ টেন্ডার হয়েছে। এগুলোর অনুমোদন নিয়ে এসেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। কাজগুলো হওয়ায় জননেতা পীর মিসবাহ এমপিকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
সুনামগঞ্জ সদর উপজেলার টেন্ডার হওয়া সেতু গুলো হল কৃষ্ণনগর দক্ষিণ পাড়া সেতু, খালের উপর সেতু নির্মান সুরমা ইউপির খালের উপর সসেতু, ভৈষবেড় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের উপর সেতু, মালাইপাড়া-কুমিল্লা পাড়া রাস্তার কবরস্থানের পাশে সেতু নির্মাণ,মালাইগাও মসজিদের সাথে খালের উপর সেতু নির্মান, সাদকপুর তোরণের বাড়ীর সামনের রাস্তার খালের উপর সেতু নির্মাণ,লালপুর দক্ষিণ পাড়া দেওয়ানের বাড়ীর পশ্চিম পার্শে খালের উপর সেতু নির্মান, নুরপুর বড় ভাংগায় সেতু নির্মান, বৃন্দাবন নগর মঙ্গলকাটা রাস্তার খালের উপর সেতু নির্মাণ,বৃন্দাবন নগর মঙ্গলকাটা রাস্তার ডাঙ্গায় সেতু নির্মান,ইসলামপুর প্রাইমারি স্কুলের সামনে খালের উপর সেতু নির্মাণ,ভাদেরটেক প্রাথমিক বিদ্যালয়ের পাশে খালের উপর সেতু নির্মান, সোনারপাড়া মুজিবুরের বাড়ীর পূর্ব পাশে খালের উপর সেতু সেতু নির্মাণ, সলুকাবাদ, সিরাজপুর চড়পাড়া রাস্তায় খালের উপর সেতু নির্মাণ, শক্তিয়ারখলা খাসহাটি খালের উপর সেতু নির্মাণ, ফতেপুর গ্রামের কোনাবাড়ী খালের উপর সেতু নির্মাণ,কলাইয়া কালী বাড়ীর সামনে খালের উপর সেতু নির্মাণ,শালমারা সিএমবি রাস্তা হতে খালের উপর সেতু নির্মান,মাছিমপুর আবুল বাশারের বাড়ীর পিছনে খালের উপর সেতু নির্মাণ, বাজিতপুর গ্রামের খালের উপর সেতু নির্মাণ।
টেন্ডার হওয়া সেতুগুলোর কাজ শিগ্রই শুরু হবে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!