হাবিবুর রহমান হাবিব, শাল্লা:
সুনামগঞ্জের শাল্লা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ১৬ জুন থেকে শুরু হয়ে ধারাবাহিক খেলা শেষে ২০ জুন বৃহস্পতিবার উপজেলার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পর্বে সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় বৃন্দ কাশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের ট্রাইব্রেকারে ৪-৩ গোলে এবং বঙ্গ মাতা পর্বে বাহাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় বৃন্দ কান্দি গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের কে ট্রাইব্রেগারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয়।
খেলা শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদের সার্বিক তত্ত্বাবধানে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্যে দিয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ অর্জন কারিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।