1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুনামগঞ্জে ভিটামিন এ ক্যাম্পেইন চলছে

  • আপডেট টাইম :: শনিবার, ২২ জুন, ২০১৯, ৭.১৪ এএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ১১ উপজেলায় বিটামিন এ ক্যাম্পেইন চলছে। সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি কমিউনিটি ক্লিনিকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের (প্রথম রাউন্ড) উদ্বোধন করা হয় শনিবার সকালে। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. আবুল হোসেন, কুরবাননগর ইউপি চেয়ারম্যান মো. আবুল বরকত, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি উপ-পরিচালক ডা. ননীভূষণ তালুকদারসহ সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার মো. রাজন মাহবুব।
আজ শনিবার (২২ জুন) বিকেল ৪টা পর্যন্ত মোট ২ হাজার ২১৭টি কেন্দ্রে এই ক্যাম্পেইন চলবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!