স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ছাতকের বহুল আলোচিত নেতা শামীম আহমদ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার পুলিশ এসল্ট ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় হাজিরা দিতে গেলে জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১৫ মে ছাতকের সুরমা নদীতে চাঁদাবাজি নিয়ে ছাতক পৌরসভার মেয়র ও জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম চৌধুরী ও তার ভাই জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী’র সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে শাহাব উদ্দিন নামের এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়। সংঘর্ষে ছাতক থানার ওসি গোলাম মোস্তফাসহ আহত হয় দুই পক্ষের প্রায় শতাধিক লোক। পরে পুলিশ বাদী হয়ে দু’টি এবং ভ্যান চালকের স্ত্রী বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ এসল্ট এবং বিস্ফোরক আইনের দুটি মামলায়ই শামীম আহমেদ চৌধুরীকে আসামি করা হয়। পরে তিনি গ্রেফতার এড়াতে উচ্চ আদালত থেকে জামিন নেন। রোববার তিনি সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পাবলিক প্রসিকিউটর অ্যাড. খায়রুল কবির রুমেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।