সাজ্জাদ হোসেন শাহ্ :
বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলেও সুনামঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইনিয়নসহ উপজেলা সদরেও পালিত হয়নি আয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এ নিয়ে উপজেলার নেতাকর্মীদের মধ্যে চলছে নানা গুঞ্জন। সত্তর বছরের ঐতিহ্যবাহী সংগঠনটির স্থানীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা কর্মসূচি নিয়ে উদাসীন থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ত্যাগী নেতৃবৃন্দ।
জানা গেছে কোন্দলসহ নানা কারণে তাহিরপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়নি। আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তুজা বলেন, কমিটি গঠনের পর থেকে অদ্যবধি কোন পরিচিতি সভাও সভাপতি সম্পাদক করেননি। জাতীয় দিবসগুলিতেও উনাদের কোন ভুমিকা থাকেনা। আমরা কে কোন পদে আছি তাও আমাদের নিজেদের খুঁজে বের করতে হয়। আমি মনে করি তাদের সভাপতি সম্পাদকের দায়িত্ব পালন করার কোন যোগ্যতাই নেই। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, সভাপতি নিজ বাড়িতে, সাধারণ সম্পাদক জেলা সদরে অবস্থান করেন। তারা কখনই দলীয় কোন কর্মসূচী পালনে সক্রিয় নন। তাদের নির্দেশ ছাড়া আমরা কোন কর্মসূচী পালন করলে বিভেদ সৃষ্টি হবে তাই আমরা নিজেদের উদ্যোগে কোন কর্মসূচী পালন করতে পারিনা।
উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন পলাশ বলেন, কোন সময়েই উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়নী, স্বাধীনতা দিবসেও ভাড়াটিয়া লোক দিয়ে নামে মাত্র ফুলের তোড়া দিয়ে দায় সারা হয়। তারা সবাই নিজেদের কাজ নিয়ে বেস্ত থাকেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার জানা মতে কর্মসূচী পালন করা হয়েছে তবে আমি ব্যাক্তিগত কাজে জেলা সদরে অবস্থান করছিলাম।