অনলাইন ডেক্স::
দুর্নীতি দমন কমিশনের মামলায় কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সাংসদ আব্দুর রহমান বদিকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সোয়া ১১টার দিকে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে কাঠগড়ায় উপস্থিত ছিলেন আলোচিত সাংসদ বদি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামার সূত্র ধরে অনুসন্ধানে দেখা গেছে, আব্দুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। এছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যের সম্পদ ক্রয় দেখিয়ে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগে এ মামলা হয়।