হাওর ডেস্ক::
স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে একটি পৌরসভা ও ৭১টি ইউনিয়ন পরিষদের দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। এর মধ্যে সুনামগঞ্জের দুই উপজেলার দুটি ইউনিয়নের উপনির্বাচনে দলীয় প্রার্র্থীও ঘোষণা করা হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মনোনীত হয়েছেন মো. হযরত আলী ও জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সায়েম পাঠান নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন। বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদ ও জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়ন পরিষদ উপনির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুন, বাছাই ২ জুলাই, প্রত্যাহার ৯ জুলাই।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সভায় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।